মানুষের বড় বিপদ। আফগানিস্তানে মানুষ চরম সংকটে। বিত্তশালি ব্যবসায়ী দেশ সৈন্য প্রত্যাহার করে মানুষকে প্রবল বিপদের মধ্যে ফেলে দিলেন। তালিবান শাষন মানে সামান্যতম অধিকারটুকু কেড়ে নেওয়া আফগানিস্তানের জনগনের। কতটা মরিয়া হলে প্লেনের চাকা ধরে ঝুলে পালাতে চায় কেউ ! সব ধরনের পরিসেবায় ধ্বস নেমেছে। কোথাও কোথাও মানুষ বন্দুকের নল উপেক্ষা করে পথে নামছেন নিজেদের অধিকার আদায় করতে। ধর্মের নামে এই অরাজকতা, নিষ্ঠুরতা কবে শেষ হবে। গান, কবিতা, নাটক, ছবি তোলা, ছবি আঁকা, ফিল্ম, স্পোর্টস, সব শেষ। নারীরা গৃহ কারাগারে বন্দি। অন্ধ উগ্র মৌলবাদ বা উগ্রবাগ কখনো চির স্থায়ী হতে পারে না এইটুকুই যা আশার কথা। আপাতত আফগানিস্তান অন্ধকার এক জগৎএর আর এক নাম।