ক্যাফে টক

কালো কফির আমেজে জড়িয়ে শুরু হল কথা
এরপর
অযথা
ক্লান্ত সময় , ঝুল বারান্দায়
অপেক্ষার বাতাস বয়
গুন গুন করে ওঠে মায়াবিনী

বাংলার ঠেকে চলে দুই বন্ধুর
আকন্ঠ পান ও অনর্গল শব্দবন্ধ

আর কিছু পরেই সব ঘোলাটে হয়ে উঠবে
কে চিৎকার করে পাঠ করবে শৈলেস্বর ঘোষ
যেনো কত রাগ রয়েছে উচ্চারণে

অপেক্ষা চুপটি করে বসবে
উদাসিনতার পাশে

কামিনী ফুটলেই
ম ম করে উঠবে মৃত্যু বাসর

দুই পানীয়ের অগোচরে
জমে ওঠে পাথরের চাঁই।

নব কুমার দে

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।