ক্যাফে টক

আরও একটা মৃত্যু দেখলো শহর
বেশ অনেকক্ষণ ধরে উপভোগ করলো
টান টান উত্তেজনা
বেঁচে যাবে , না মরেই যাবে
না বেঁচে যাবে
পড়লে মরেই যাবে
অবশেষে খসে পড়লো
টুপ করে
কেউ কেউ আফসোস করলো
ওখানে উপস্থিত থেকেও পড়ার ভিডিওটি তুলতে পারেনি
কেউ কেউ আকাশের দিকে মুখ করে
খিস্তি করলো খুব
মনোবিদরা আসর জাঁকিয়ে বসলো চ্যানেলে চ্যানেলে
সিজনাল কবিরা কবিতা লিখলো দুঃখ আর রাগ কষিয়ে
অবশেষে
শেষেরও শেষ হলো
রাত হলো , রাত গভীরও হলো
তারপরেই সকাল , হা হা হা
নব কুমার দে