ক্যাফে টক

অরণ্যের দিনরাত্রি , অরণ্যের দিনরাত্রি , অরণ্যের দিনরাত্রি
যাপন প্রিয়া যাপন
তার আগেই স্বপ্ন ভেঙ্গে গেলো
যাক , যা গিয়েছে যাক
তুমি ফিরে যাও তোমার স্বপ্নে
আমি যাই আমার কাজে
আমার যে অনেক কাজ
অনেক কাজ
মানুষ গুলো অন্ধকার যুগে ফিরে গেছে আবার
ওদের কে পাথর ঠোকাঠুকি করে আগুন জ্বালাতে শেখাবো
আগুন জ্বালাতে
নব কুমার দে