আসুন আমরা একটু অন্য কিছু অভ্যাস করি । অন্য কিছু , এই যেমন চোখ খোলা রেখে বিশেষ বিশেষ ঘটনা না দেখার অভ্যাস। আসুন আমরা আমাদের ভাবনাকে নিয়ন্ত্রণ করার অভ্যাস করি। মনে করুন বারবার ভাবনায় আসছে চারজনকে গুলি কারা করলো , কেনো করলো , তাদের পরিবারের এখন কী অবস্থা এইসব হাবিজাবি আরকি। তখনই টুক করে ভাবনা বদলে নিতে হবে, আমের মুকুল নিয়ে কোনও কবিতা লেখা হয়েছে কি, যদি না হয়ে থাকে লিখতে হবে তক্ষুনি।
করোনা আবার এসেছে , লকডাউন হবার সম্ভাবনা প্রবল।
মনে করুন ভাবনায় আসছে কারা যেন হাঁটছে রাস্তা জুড়ে, কোথায় একটা বাচ্চা মরা মায়ের মুখ থেকে আঁচল সড়াচ্ছে। ঠিক তখনই জাম্প করে বেড়িয়ে যেতে হবে
বরং ভাবতে হবে গত লকডাউনে কোন কোন প্রতিভা গুলো ঠিক ঠাক বিকশিত করা যায়নি তার তালিকা প্রস্তুত করতে হবে।
ভোটের আগের লকডাউনে গরীব মানুষের উপকার করার যে রাজনৈতিক প্রতিযোগিতা দেখা গিয়েছিল সেটা ভোট পরবর্তী লকডাউনে আশা করা যাবে না। কাজেই চুরি , ছিনতাই , লুটপাট বাড়তে পারে। সবাই সাবধানে থাকবেন
সাহিত্যে থাকবেন , সুস্থ থাকবেন।
কি দরকার বাকি বাইরে কার কি হচ্ছে দেখার, সেসব দেখার জন্যে কোনো না কোনও সরকার এসেই যাবে তাই না।