ক্যাফে টক

তোমার চান দরকার
বহু বছর চান করোনি তুমি
তুমি বড় অপরিস্কার
আজ সকালেই করেছি
গতকাল ও করেছিলাম
এই গরমে দিনে দুবার স্নান করতেই হয়
তুমি চান করোনি
শরীর ভিজিয়েছো জলে
এই দাবদাহে মরে যাবো
অথচ যত দোষ চৈত্রের
কে যে কার অপরাধি
কে যে শুধু সময়ের শিকার
মিথ্যা সব অঙ্গীকার
কে করে কার বিচার
যত দোষ চৈত্রের
হা কপাল
তুমি বড় অপরিস্কার
চান সারো
নিজেকে দেখো
কদাকার অবস্থা তোমার
চান সারো
আমিও একটা ডুব দিয়ে আসি।