T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় নব কুমার দে

কিছুতেই পুজো নিয়ে একটা কবিতা লিখতে পারছি না।
পাপে ভরে গেছে আমার আত্মা তাই সৃষ্টি ক্ষমতা হারিয়েছি।মায়ের শান্তির জন্য এক বুক জলে দাড়িয়ে, তর্পন করি বাবার। কিছু কালো তিল কিছু কাদা মাটি এক নদী ঘোলা জল।ভাবনা গুলো বিক্ষিপ্ত কবিতা পথ হারিয়েছে। পুজো মন্ডপে রঙিন কাপড়ের ছড়াছড়ি
এদিকে এক দলিত মা বাচ্চা মেয়েকে বুকে জড়িয়ে
আড়াল করছে লজ্জা। পুজো এসেছে আসুক
আমার কিছু চাওয়ার নেই। এখনও চোখ ভাসছে সূচবিদ্ধ এক বাচ্চার ছবি, একটা শিশুর মৃতদেহ
সমুদ্রের জল ছুয়ে ছুয়ে যাচ্ছে,একটা ধর্ষিতা মেয়ে ,
আমার মেয়েটা বড় হচ্ছে।
চার দিন একটু বেশী মদ খাব, শেষ দিন একটু ধুনুচি নাচ আর একটু বেলেল্লাপনা এসব দিয়ে পুজোর কবিতা হয় নাকি।
মাগো
সবাই কে কাপড় না দিতে পারো অন্ততঃ সবার সামনে তোমার মত নগ্ন হয়ে দাড়াবার সাহস টুকু দিয়ে যাও।
হাতে খড়গো তুলে নিলেই
সবাই নারীকে মা ডাকতে শিখে যাবে।