ক্যাফে টক

সাদামাটা পরিবার,
সাদামাটা রূপ,
সাদামাটা স্বপ্ন,
সাদামাটা শিক্ষা
একদিন হঠাৎ বিপরীতে বইলো বাতাস
সাহস করে প্রতিবাদ।
মারের পাল্টা মার।
রক্তচক্ষুর বদলে রক্তচক্ষু।
ভয় শিউরে ওঠা পরিবার,
ভয় শিউরে ওঠে সাদামাটা স্বপ্ন।
দেওয়ালে পিঠ যখন
ঘুরে দাঁড়াতেই হয়
মর্দ কো কভি দর্দ নহি হোতা’!
আর একটা বোতল খোলার গল্প।
নব কুমার দে