|| বাইশের বাইশে শ্রাবণ একটু অন্যরকম || বিশেষ সংখ্যায় নব কুমার দে

আজ বাইশে শ্রাবণ
বাংলা তারিখ আমার চারবার মনে পরে। পয়লা বৈশাখ , পঁচিশে বৈশাখ , বাইশে শ্রাবণ আর উনিশে জৈষ্ঠ্য। প্রথম তিনটি তারিখের সাথে সব বাঙালির পরিচয় আছে চতুর্থ টি লোকাই বাবার ( লোকনাথ ) উৎসব , জন্ম না তিরোধান ভুলে গেছি তবে তারিখটা মনে রেখেছি পাড়ার দুটো বাড়িতে হেব্বি খাওয়ায় ওই দিন।
আসল কথা আমার মতনই অবস্থা প্রায় সব বাঙালির বাংলা তারিখ বিষয়ে। আসলে একটা তারিখ কিভাবে যেন বদলে গিয়ে একটা জাতির পূণ্য তিথি হয়ে উঠলো। একজন মানুষ কোন উচ্চতর শিখরে পৌঁছলে , হৃদয়ের কোন মনি কোঠায় স্থান করে নিলে তার মৃত্যু তিথিতে বাতাস ভারি হয়ে ওঠে। যেমন করে দূর থেকে ভেসে আসা স্তোত্র জানিয়ে দেয় আজ মহালয়ার ভোর ঠিক তেমনই আমরা হৃদয় দিয়ে অনুভব করি , হ্যা আজ বাইশে শ্রাবণ ।
আজ বাইশে শ্রাবণ তেইশ বা চব্বিশ নয়।
আজকের দিনেই আমাদের ছেড়ে যাওয়া মানুষটা কী তীব্র ভাবে ফিরে এসে আরও বেশী বেশী জাপটে ধরে। অকারণেই কাঁদায় , হাসায় , খামখেয়লির স্রোতে ভাসায়
আর বলে আমি আছি তো , শ্রাবণের ধারায় ধারায়।