ক্যাফে টক

ঈদ মুবারক
বড় অস্থির এসময় , সমস্ত দরজা জানালা বন্ধ করে রেখেছি । এত কান্না এত চিৎকার সহ্য করতে পারছিনা , যেন প্রতিদিন একবার করে মর্গে যাচ্ছি শনাক্ত করতে , এই ধর্ষিতা বাচ্চাটি আমার মেয়ে নয়তো , ওই যে নমিনেশন দিতে গিয়ে খুন হওয়া যুবকটি আমার দাদা নয়তো । এই যে বয়স্ক লোকটা গলায় তুলসির মালা , তার একটু নিচেই ধারালো ছুড়ির আড়াই প্যাচের দাগ সে আমার বাবা নয়তো , তার ঠিক পাশেই পাথর দিয়ে থ্যাতলানো বুড়োটা যার সাদা দাড়ি এখনও হাওয়ায় উড়ছে , ইমরানের বাবা নয়তো ।
ইমরানই বা কোথায় গত ছাব্বিশ বছরে আমরা কখনও এক সপ্তাহ যোগাযোগের বাইরে থাকিনি আজ একমাস হতে চললো তার কোনও খোঁজ নেই।
এই পাড়া এই শহর কেমন অচেনা হয়ে উঠছে দিন দিন । কারা কেঁদেই চলেছে , আমি কিছুতেই পালাতে পারছি না ।
এ সময় বড় প্রেম দরকার , শুধু প্রেম , এসো নিমাই মানুষকে ভালোবাসতে শেখাও, এসো শাহরুখ খান দু বাহু ছড়িয়ে গান গাও “দুনিয়া মে কিতনি হ্যায় নফরতে, ফিরভি দিলোমে হ্যয় চাহতে ” এসো কবি শুধু প্রেমের কবিতা লেখো , প্রতিটা দিন হোক ভ্যলেন্টাইন ডে । আমরা দাঙ্গা চাইনা , ক্ষমতা চাইনা , ধর্ষন চাইনা আমরা আর কোনও বিভৎস মৃত্যু দেখতে চাইনা ।
আমাদের ফুটবল খেলা বিকেল ফিরিয়ে দাও
” করিম পাস বাড়িয়েছে বুলুকে , বুলু দেবাশীষকে কাটিয়ে বল বাড়িয়ে দিয়েছে রাকেশ কে…..”
আমাদের বাজারের তাস খেলা দুপুর ফিরিয়ে দাও
” রহমত চাচার থেকে পান খেয়ে মদন চক্কতি বলছে এবারে দেখ কেমন ডাকি , পুরো পেয়ার সমেত উঠবে “
আমাদের কলকলে সন্ধ্যে ফিরিয়ে দাও
” কি লক্ষ্মী সরস্বতি একসাথে কোথায় চললি ? কেন ম্যাচিং টিপ কিনতে আজ নাজমার বিয়ে আমরা যা সাজবো না ফাটিয়ে দেব , কোচিনের সবাই যাচ্ছি ।
হ্যারে ওদের বাড়ীতো ও পাড়ায় রাতে ফিরবি কি করে ?
ওসব তোমায় ভাবতে হবেনা বুঝেছো , নাজমার দাদা আর ওর বন্ধুরা পৌছে দিয়ে যাবে “
আমাদের এই পারস্পরিক বিশ্বাস ভরসা ফিরিয়ে দাও ।
বড় প্রেমের প্রয়োজন ।
নব কুমার দে