দিব্যি কাব্যিতে নব কুমার দে
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
সহজিয়া
এতো সহজ নয়, এতো সহজ নয়
কঠিন ও নয় তেমন ধ্বংসের পথে হাটা
চিতা সাজিয়ে রেখে বেরোতে হয়
মশারি টাঙানোর মতো
ভেতরে নিজের সন্তান
বেরোনোর আগে ইচ্ছে হয় এক বার হাত বুলিয়ে দিই মাথায়
বিপ্লব
লড়াই
আদর্শ
সব মিথ্যে
টাকা না থাকলে হয় দাসত্ব করো নয় দালালি
আর নয়তো সাহস সঞ্চয় করো
নিজের সন্তানের গলা টিপে দেবার
আত্মহত্যা করার
অথবা যার জন্য এই অসহয়তা
তাকে খুন করার
ক্ষীদে কখনও কবিতা বোঝেনি
এতো সহজ নয় সব ছেড়েছুড়ে কবিতার পথে হাটা
কাল সব কবিতা জ্বালিয়ে দেবো
জ্বালিয়ে দেবো সব বই , সব খাতা , ডায়েরি
স্বপ্ন দেখাবার মানুষ অনেক
হায়রে অদৃষ্ট
যদি জানতাম দয়াতেই বাঁচতে হবে
নিজেকে খুন করা
তোমাকে অস্বীকার করার থেকেও সহজ