ক্যাফে টক

আমার গাছ দেখতে ভালো লাগে
একসাথে অনেক গাছ দেখলে আমার মন ভালো হয়ে যায়
নানা রকমের গাছ
গাছেদের কতরকমের পাতা , কত রঙ
কত রকমের ফুল, হিলদোল
কেঁপে ওঠা
নুয়ে পড়া
আমার খুব গাছ হতে ইচ্ছে করে
তখনই বৃষ্টি পড়ে , ইচ্ছে ভিজে যায়
আমার তখন তোমাকে দেখতে ইচ্ছে করে
তোমাকে দেখলে আমার মন ভালো হয়ে যায়।
নব কুমার দে