ক্যাফে টক

সাহিত্য কাফে তে প্রথম সম্পাদকীয় লিখছি । একটু গলা ভাতের মত নরম করে লেখার পরামর্শ দিয়েছেন বিদ্বজনেরা। আমি নাকি একটু কেমন যেনো লিখে ফেলি দুমদাম। তাই আজ শুধু কি কি লিখবো না সেটা ঠিক করি। এই যেমন রাজনৈতিক কিছু লিখবো না , সম্পাদকীয় লিখতে বসে কোনও সেলেব কে চাটবো না , কোনও কুলীন কবির কাছা ধরে টানবো না , আরও কি সব আছে ।
যাক গে , ছাইপাশ লিখবো আর যারা দুমদাম যা খুশী লেখার দম রাখে, যারা নিজেদের গতিপথ নিজেরাই নিয়ন্ত্রণ করে, যারা খারাপ বা ভালো নয় অন্যরকম কিছু লেখার চেষ্টা করে তাদের সবাইকে আমি আমার সাথে রাখবো।
আমরা না হয় দলবেঁধে ছাইপাশ লিখবো।