ক্যাফে টক

আগে মানুষ বুক পকেটে একটা কলম রাখতো
পড়ার টেবিলে কলম থাকতো
কালি শেষ হলে ভরে নেওয়া হত
রিফিল শেষ হলে বদলে নেওয়া হত
এখন ইউজ এন্ড থ্রো
শেষ হলেই ছুড়ে ফেলে দাও
ভাঙ্গলেই নতুন নাও
কলম বদলাবার অভ্যাসে
বদলে ফেলছে আস্ত মানুষ
এক বুক হাহাকার নিয়ে
আবেগী মানুষ গুলো
মানিয়ে নেবার চেষ্টা করছে শুধু।