দিব্যি কাব্যিতে নব কুমার দে

হঠাৎ দেখা
অভিমান গুলো লিখতে গেলেই গলে জল হয় যাচ্ছে
লেখা থামিয়ে চোখ রাখি রাস্তায়
যদি হঠাৎ করে দেখা হয়ে যায়
ওই দেখাই আরকি
অভিমান করে ডাকবো না তো কেউ কাউকে
তবুও দেখতে দেখতে ফিরবো
ফিরতে ফিরতে দেখবো
ভাবতে ভাবতে দেখবো
আচ্ছা সেও কি আমায় দেখতে পেয়েছে ?
খেয়াল করেছে ?
ইসস জিজ্ঞেস করলেই হতো কেমন আছিস
থাক, সেও তো করতে পারতো
অভিমান গুলো আবার জমাট বরফ
এইতো সেদিন ওর বন্ধুর সাথে দেখা হলো
টুকিটাকি কথাও হলো
আচ্ছা ফিরে গিয়ে বলেছে তাকে আমার কথা ?
কিজানি হয়তো বলেছে
আমার কথা
হয়তো পাত্তাই দেয়নি
হয়তো দাঁত খিচিয়ে খিস্তি করেছে
ইসস এর চেয়ে ওর বন্ধু কে একবার
জিজ্ঞেস করলেই হতো
সে কেমন আছে
অভিমান গুলো লিখতে বসে
পথের দিকেই চেয়ে থাকি
যদি হঠাৎ করে দেখা হয়ে যায়