ক্যাফে টক

অপাংক্তেয়, আমের আঁটি
বাকি যা ভাবলে
সিধেল চোর , নিশুতি রাত , দাঁতকপাটি
গাধার মূলো, মূলোর গাধা
চড়িয়ে বেড়ান দিদি ও দাদা
ইচ্ছে খুশি ভিক্ষা ছড়ান
লিখতে হবে দাড়ি ধরে
ঝুলতে হবে কলম নিয়ে
জয়ের ঢেড়া
ইচ্ছে হলে খিস্তি দেবো
বাগে পেলে খুব ক্যালাবো
পাকা কাঁঠাল সস্তা হবে
গড়াগড়ি , চটি , শাড়ি
বিশ্বপাড়ি হারামজাদা, এই কি সময়
কলির তো সন্ধ্যা সবে
লিখতে হবে , লিখতে হবে
রায়ের মতো লিখতে গেলে
ঠ্যাং ছড়িয়ে ভাবতে হবে
আমার আঁটি , চাটাচাটি
চেটেই দেবো সূযোগ পেলে
সেদিন না হয় বুঝবে তখন
ভালো কবি, কেমন ছেলে