T3 || কোজাগরী || বিশেষ সংখ্যায় নব কুমার দে

দাফন
কফিন থেকে তুলে আনো শব্দ গুলো
কিম্বা চিতা ভষ্ম ঘেটে
দেওয়ালে পিঠ যখন
শব্দ গুলোকেই ইটের মত গেঁথে ফেলো
সামনে ডায়ে বাঁয়ে উপরে
শব্দ বন্দি শব এখন তুমি
আর তোমার পেছনে পরাজয়
ভবিষ্যত এক সময় ভিড় করে আসবে এখানে
ইতিহাস খুঁজতে
পথ প্রদর্শক আঙুল উঁচিয়ে বলবে
ওই দেখুন শব্দের সমাধি
এক পরাজিত কবি এক সময়
নিজেকে জীবন্ত দাফন করেছিল
এই সব শব্দের আড়ালে