অনুগল্পে নীলাঞ্জন কুমার

জরিমানা
দুই অভিযাত্রী দেবাশিস আর সুজিত মাঝে মধ্যে রুখস্যাক নিয়ে পাহাড়ে জঙ্গলে ট্রেকিং এ যায়। পাশাপাশি বাড়িতে থাকে , দুজনেই স্বচ্ছল ।
বর্ধমানের কাছাকাছি এসে ওদের পেট জানান দিলো খিদের । রাত হয়েছে , সামনের এক ধাবাতে ওরা
ঢুকলো ।
খিদের মুখে ভরপেট খেয়ে ওরা মদ নিয়ে বসলো । সুজিত কিছুটা গিলেই হড়হড় করে মেঝেতে বমি করে ফেললো । শেষমেশ কাউন্টারে টাকা দিতে গেলে দেখা গেল খাবারের দামের থেকে পাঁচশো টাকা বেশি বিলে।
দেবাশিস রাগত হয়ে জিজ্ঞেস করলে কাউন্টারের লোকটি তাকে সামনের দেওয়ালে লেখার দিকে আঙুল দেখালে সে দেখলো তাতে লেখা- ভাঙলে গেলাস পঞ্চাশ আর করলে বমি পাঁচশো….