ক্যাফে কাব্যে নিবেদিতা ক্ষেপী

আজ খুব বিক্রি হবে
আজ খুব বিক্রি হবে
গোল্ড ফ্লেক লাইট, পেপসি-কোলা-থামসআপ
এদিক সেদিক থেকে ভরে উঠবে জনপদ
ট্রেনে ধাক্কে বাসের ড্রাইভারকে গালি দিয়ে
তাড়াতাড়ি ফিরে এসো সব
বিপ্লব উৎসবের জন্য পেয়েছি আরো একখান শব!
আজ খুব বিক্রি হবে
তবে সবচেয়ে পোয়াবারো মোমের
দিকে দিকে জ্বলে উঠবে
তবুও আগুন লাগবে না দৈনন্দিন যাপনে…
অন্ধকার রাতের মতোই তিলোত্তমার বুকে মিলিয়ে যাবে;
পোড়া সলতে গুলো।।