অপেক্ষায় ছিলাম,আমফান বা উমপুন আসবে।এলে তার ভয়ঙ্কর দাপটে কাছে -পিঠে
সবকিছুই লণ্ডভণ্ড হবে।দেখতে দেখতে নির্ধারিত দিনক্ষণে আবির্ভূত হল সে।
দাপট বলে দাপট!! এমন দাপট মানুষ আগে কখনো দেখেনি।এমন নৃশংসতা!
বঙ্গোপসাগরে জলের উষ্ণতা বেড়ে গিয়ে তার জেগে ওঠা।তাই বলে এই যদি হয় উষ্ণতা
প্রদর্শনের নমুনা,তাহলে দোহাই তোকে উমপুন , আর কখনো লোকালয়- মুখো হবি না।
সমুদ্রে জন্ম,সমুদ্রেই হোক তোর অবসান।।
ভাবছি।কিন্তু আমার চাওয়ায় তো পৃথিবী দাঁড়িয়ে নেই!!