কবিতায় স্বর্ণযুগে নিয়াজুল হক
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
১| বাড়ি ফেরা
এ এমন এক ময়দান
যার সামনে এসে দাঁড়িয়ে পড়েছি
যেখানে মৃত্যু এসে টানাটানি করে
জীবন পথ আগলে ধরে
এখানেই নিঃস্ব বাবরের
পানিপথের যুদ্ধ
এই কারবালা থেকেই
আমার ঠিকানা লেখা ঘোড়া ছাড়ব
সোজা পৌঁছে যাবে অকুস্থলে
গোটা ব্লাকহোল
তন্নতন্ন করে খুঁজে
লাল সূর্য নিয়ে বাড়ি ফিরবে
২| সামান্য পোকা
আমি সামান্য পোকা হলেও
ভয়ে আমাকে কুয়োয় ফেলে দেওয়া হয়েছিল
কতদিন পর
আবার উপরে উঠে এসেছি
চারপাশে
এমন সবুজ দুব্বোঘাস
এত বাহারি গাছপালা
এসব মায়া কি ভোলা যায়!
ভুলিওনি আমি
শরীরের দু’পাশে
আরও চারটে হাত-পা জুড়ে নিয়ে
খাপ থেকে তরবারি বের করে
রণক্ষেত্রে দাঁড়িয়েছি শুধু