একটা বিশাল গণ্ডারকে ওঠানো হয়েছে অনেক উঁচুতে
দীর্ঘ পাটাতনে, নীচে অর্থাৎ সামনে অতল খাদ
খাদের ওপারে একটা উঁচু জায়গায় ক্যামেরা ফিট
করা আছে,অ্যাকশন বলার সঙ্গে-সঙ্গে ছবি তোলা
হবে,যত দেরি হচ্ছে ঘেমে উঠছে গণ্ডার, তার ভেজা
মুখ ও শরীর মুছিয়ে দিয়ে যাচ্ছে কতকগুলো
স্পট- বয়, মাঝে মাঝে আয়নায় মুখও দেখিয়ে
দেওয়া হচ্ছে, গ্ল্যামার যেন একটুও না টসকায়, আরো
ওপরে কতকগুলো কৌণিক ভঙ্গিতে পাইপ যার
মধ্য থেকে উড়ে যাচ্ছে অন্তহীন শাড়িরা, সাদা সাদা
খণ্ড খণ্ড মেঘের ঠিক নীচেই এইসব উড়ন্ত রঙিন
শাড়িরা, শাড়িদের কেউ কেউ গুটিয়ে গিয়ে রূপ নিচ্ছে
নারীর, তারপর হাওয়ায় ফের খুলে দিগবসনা তনুশ্রী