মেহেফিল -এ- শায়রে নির্মলেন্দু গুণ

বাল্মীকি ও শূর্পণখা
যদি চারজন রমণীকে ভালোবাসো তুমি,
যেন ঐ চার-জনার একজনা হই আমি।
যদি তিনজন রমণীকে ভালোবাসো তুমি,
যেন ঐ তিন-জনার একজনা হই আমি।
যদি দুইজন রমণীকে ভালোবাসো তুৃমি,
যেন ঐ দুই রমণীর একজনা হই আমি।
যদি শুধু একজনকেই ভালোবাসো তুমি,
তবে আমি যেন হই সেই কবির কামিনী।
আর যদি কাউকেই ভালো না বাসো তুমি,
তবে যেন আমি বাল্মীকির শূর্পণখা হই।।
নয়াগাঁও
১৭ আগস্ট ২০১৯