কবিতায় নির্মাল্য ঘোষ

প্রেম
অনেক দিন পরে…
আমার আবার প্রেম হল।
বর্বর থেকে আবার মানুষে ফিরে এলাম।
চারিদিকে কি যেন একটা অনুভূতি…
একেবারে হালকা। পালকের মত।
আবার প্রেম হল… আমার।
প্রতিটি সঙ্গম একটি পূজা নয়…
কিন্তু,
প্রতিটি প্রেম একটি পূজা।
বুঝলাম। আবার।
ভোগ আর উপভোগের মাঝখানের পার্থক্য।
ভুলে যেও না… মনে রেখো…
আমার কিন্তু আবারো একটি প্রেম হল।
ভাঙ্গার জন্য…