T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় নির্মাল্য ঘোষ

অবৈধ
আমি তো মরে গিয়েছি কবেই…
এ তুমি…
যে আমি হয়ে প্রকাশিত…
আমার মৃত গাছে পৌষের শীতে
সবুজ রং লাগাতে লাগাতে কখন
যেন বসন্তের পাতা হয়ে যাও তুমি…
আমি আনন্দের প্রকাশ হয়ে থাকি
তোমার মাধ্যমে…
একটা একাকিত্ব আমাকে একেবারে
নগ্ন করে দিয়ে যায়…
তুমি সেই নগ্নতা ঢাকো সুনিপুণ ভাবে…
আমার অবৈধ দৃষ্টি দূর থেকে দেখে
তোমার হেঁটে যাওয়া…
ধীরে ধীরে…
আমার ভেতরে…