মার্গে অনন্য সম্মান নিলুফা ফরহাদ আজাদী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা পর্ব – ১২৮
বিষয় – নৈতিকতা /সমাজ/শিল্পী
সময়ের কাছে অসহায়
বিবেকের দেয়ালে দস্তুর মত আঁটা
সভ্যতার সাইনবোর্ড
নির্লজ্জের আবরণে রুগ্ন সমাজ
নগ্ন দেহে মানবতার পুঁথি পাঠ
যেখানে অর্থের কাছে বিক্রিত মনুষ্যত্ব
সেখানে কতটুকুই বা জীবনের মূল্য!!
পাঠ্য বইয়ে পড়েছি
“অর্থই অনর্থের মূল ”
কতটুকু জ্ঞান অর্জন হয়েছে তাতে!!
আজ দাউ দাউ করে জ্বলছে আগুন
পুড়ছে শিক্ষা, পুড়ছে স্বপ্ন
পুড়ছে মানবতা, পুড়ছে স্বাধীনতা
ক্ষমতার ঘোমটার আড়ালে
বাজে দখলদারিত্বের দামামা!!
আহা!
চারিদিকে শুধু স্বজন হারানোর আহাজারি
প্রিয়জনের কান্নায় আকাশ, বাতাস ভারি
ঘরে বাইরে কোথাও নেই জীবনের নিশ্চয়তা
অহরহ মৃত্যুর হাতছানি!!
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠকে
আটাশ বছর পর করা হলো কলঙ্কিত
নির্বাচনের মাধ্যমে!!
বুড়ি গঙ্গায় ভাসে মেধা;বাসের চাকায় পিষ্ট মানবতা
প্রতিনিয়ত নিয়তির কাছে;অসহায় পিতা মাতা!!
বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে নির্যাতিতরা
ন্যায়ের দেবীর চোখ কালো কাপড়ে বাঁধা!!
বুকের মধ্যে জমাট বাঁধা কুয়াশা
চলে ধর্ষণের মহাউৎসব
মায়ের সামনে মেয়েকে গনধর্ষণ
তিন বছরের শিশুরও নেই নিস্তার
সমস্যা নেই কোন;মাংসপিণ্ড হলেই হলো
পশুত্ব জাগাবার!!
ক্ষুধার জ্বালায় দেহ বিক্রি
ডাস্টবিনে পরে থাকে নবজাতক
মৃত্যু পুরী যেন পুরো দেশটা
বয়ে চলে রক্তের বন্যা
তবে কি দেশটা রক্তস্নাত কসাইখানা?
সাহসের মুখোশ পরে
পূণ্যের খাতা খুলে রাখে
অথচ, কতটুকু পূণ্য
লিখা আছে আমলনামায়!!
অতঃপর, গণতন্ত্র নির্বাসনে
ঘুণে ধরা সমাজ চেতনার তসবি গোনে
জনতার রায় চুরি হয় রাতের আঁধারে
পোড়া লাশের গন্ধ বাতাসে
আর,বোবা স্বাধীনতা
নিরবে নিভৃতে কাঁদে……….!!