T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় নিতাই দাস

উত্তরের কবিমন
যদি কোনদিন হারিয়ে যাই জনস্রোতে,
আমায় খুঁজে পাবে তুমি বই মহলের দেশে।
কবিতার উৎসব
আমার বাঁচার রসদ।
শিরোনামহীন একটা শহরে,
ভবঘুরের বেশে
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছি।
আমি একদিন
কবিতার ক্লাবে ঢুকে ছিলাম,
আমার কোন কাব্যগ্রন্থ নেই।
সামনে জয় গোস্বামী, সুবোধ সরকার
এ যেন চাঁদের হাট-
প্রিয় কবি বলল ডেকে কোথা থেকে এসেছো?
আমি বললাম উত্তরের ডুয়ার্স ।