পাক্ষিক অনুকবিতা প্রতিযোগিতা পর্ব – ২
বিষয় – সৃষ্টি / গাঁট ছড়া
সৃষ্টি রহস্য
বিজ্ঞান বলে মানব জীবন সৃষ্টির রহস্য অদ্ভুত,
এককোষী জীব থেকে ধারাবাহিক বিবর্তনের ফল।
আস্তিকরা বলেন, ঊর্ধ্বাকাশে তাকিয়ে,এ তারই সৃষ্টি,
আবহমান কালের এ বিতর্কের অবসান কে করবে বল ?