আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ নমিতা দাস

আবার একুশে ফেব্রুয়ারি
বছর বছর আসবে ফিরে, ফিরে ২১শে ফেব্রুয়ারি ঘরে ঘরে।
বছর বছর বেঁচে থাকবে রক্ত শরীরে
প্রাণ দিয়েছিলো বাংলা ভাষার জোয়ারে।
বছর বছর জন্ম নেবে সেই জব্বর-শফিউর, নতুন করে
গড়বে তারা মাতৃ ভাষার মন্দির।
আবার একুশে ফেব্রুয়ারি রক্তে দেয় দোলা!
চেতনায় নজরুল ,
ভাষায় রবির আলো।
আবার একুশে ফেব্রুয়ারি,
ত্রিশ লাখ প্রাণ হলো বলিদান
বীর শহীদের বুকের রক্তে
পূবের আকাশ হয়েছে লাল!!
আবার একুশে ফেব্রুয়ারি
বাংলা ভাষার মিছিলে যাই
বাংলার মাটি , বাংলার জল,
বিশ্বের দুয়ারে দুয়ারে
বাংলা ভাষার আগুন জ্বালো।।