ক্যাফে কাব্যে নন্দিতা দাস
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
স্বপ্নজাল – বুনন
ঘুমের ঘোরে স্বপ্ন যেন সুখের ইন্দ্রজাল,
ঘুম ভাঙলে বাস্তব-টা আজ বড়োই ভেজাল।
কল্পনা বুঝতে চায়না বাস্তবের বাঁধন,
পৃথিবীতে সবচেয়ে বোকা আমাদের এই মন।
হিসেব থাকেনা সময় পেরোয়,ঘড়ি টিকটিক,
মন ভাবে মস্তিষ্কের সাথে মানিয়ে নেবো ঠিক।
মস্তিষ্ক বোঝে বাস্তবতা,মন বোঝে অনুভূতি,
কঠোরতা মেনে নিয়ে এগিয়ে চলাই তো রীতি।
মানুষ ভাঙে,মানুষ গড়ে,অভিজ্ঞতার ঈশারায়,
সময়ের দাসত্বে আমরা,কিন্তু মন ছুটে পালাতে চায়।
হাতে বাঁধি সময়যন্ত্র,আসলে বাঁধা আছি আমরা,
আশকারা-দের আতুরঘরে ডানা মেলে ইচ্ছেরা।
বাস্তবের ধারকতায় আবেগ আজ বড়ো নিয়ন্ত্রিত,
তবে মস্তিষ্ক আজও কোমল হৃদয়ের কাছে পরাজিত।