কবিতায় নীলাদ্রি দেব

শেষ দুপুরের কবিতা
সীমান্তপ্রদেশ বড় প্রিয়। দুপুর ও সন্ধ্যা। জামরংয়ের বিকেল পরগনা।
আলো বুঁজে আসা, স্থির চোখ, পরিচিত ঘরের খোলসে আদি ও আদিম।
ফুরিয়ে যাচ্ছে। টুকরো ফ্রেম চুরি করতে ইচ্ছে করে।
নিজস্ব সিঁড়ি পেছল হয়। ওঠানামায় ক্লান্তি। পেশীদাগ কাটি।
গিলে নিই হালকা জলে।যদিও যতিচিহ্ন শিখিনি। মার্জিনে আঙুল ঠেকে যায়।
বেঁচে আছি, এইসব ভানগুলো, ফন্ট চেঞ্জ করি।