ক্যাফে টক

আজ বেশি কিছু লেখার বা বলার নেই শুধু এটুকুই জিজ্ঞেস করার আমরা আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে আদৌ ভালোবাসি তো?
যদি ভালোবাসি তাহলে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সারাজীবন বাংলায় অভিনয় করে নিজেকে স্বঘোষিত ইন্ডাস্ট্রি বানিয়েছে তার স্পর্ধা হয় কি করে একজন বাঙালি সাংবাদিক বাংলায় প্রশ্ন করায় তাকে ইংরেজিতে পাল্টা প্রশ্ন করে কেন সে বাংলায় প্রশ্ন করলো।
বিষয়টা যখন বাংলা ভাষার মাতৃভাষার সেখানে কাউকেই ছেড়ে কথা বলা হবে না।
আমরা সবাই মিলে গর্জে উঠে ওই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়দের মাটিতে নামিয়ে আনবো, আনবোই।
নব কুমার দে