T3 || বাণী অর্চনা || বিশেষ সংখ্যায় নিতাই চন্দ্র দাস

বাণীবন্দনা
এসো মা সরস্বতী বিদ্যাদেবী
বীণা পুস্তক হস্তে হংসবাহনে এসো বাগদেবী।
তোমার করুণা লাগি
অপেক্ষায় বসে জাগি
কখন আসিবে তুমি মর্তধামে অকপটে
তোমার ছবি ভেসে উঠিছে মানসপটে।
তোমার পরশে ধরণী
বেজে উঠিবে আগমনি
তোমার চরণ তলে ধূপদীপ জ্বালি
পুষ্প চন্দন যোগে ভক্তিতে দিব অঞ্জলী।
তোমার আগমন আশে
আলোর ঝলকানি চারিপাশে
আকাশে বাতাসে বহিছে আনন্দধারা
ছেলেমেয়েরা তোমার অপেক্ষায় পাগলপারা।
তোমার করুণার হস্ত
ধরণীতে করে ন্যস্ত
সকল মানুষের দূর কর মনের অন্ধকার
তোমার ছোঁয়ায় আলোকিত হউক জগৎসংসার।