কবিতায় পদ্মা-যমুনা তে নিতাই চন্দ্র দাস

আশার স্বপ্ন জ্বালি
এমন কেউ নেই! যে আমাকে দিতে পারে
দুখের মাঝে একরাশ সোনালী সান্তনা
আমিতো দুখের অনলে পুড়ি না পাওয়ার বেদনায়
নিজের মনেই গড়ি শুধু আস্তানা।
কেউ নেই!প্রাণের গভীরে একটু ভালবাসা দিয়ে
দিতে পারে আমায় রাজ্যের অগাধ সুখ
নিয়তি আমার ঘুরে বৈশাখী ঝড়ের মত
আশায় বেঁধে রাখি জর্জর পাষাণ বুক।
ফুলকে দেয় সান্তনা নিবিড় করে হায়
ভ্রমরা ভালবেসে কত চুমায় চুমায়
তার টুকটুকে রঙিন স্বপ্নীল অধরে
আলতো পরশে সুখ লভি নিরবে ঘুমায়।
বসন্তকে দেয় সান্তনা মোহময় সুরে
কোকিল আপন মনে সুকন্ঠি কন্ঠ দিয়ে
সবুজ পল্লবে এক গুচ্ছ নতুন ফুলে
ভরে তুলে উষ্ণ মন হাওয়ায় দুলিয়ে।
চাঁদ দেয় সান্তনা নিস্তব্দ প্রকৃতিকে
আপন সত্ত্বায় রাঙিয়ে নিঝুম রাতে
আমি শুধু একা নিরবে বসে দু’নয়ন
অশ্রুতে ভরি, আশার স্বপ্ন জ্বালি অজ্ঞাতে।