কবিতায় পদ্মা-যমুনা তে নিতাই চন্দ্র দাস

চাইলেই পারো
চাইলেই তুমি সব পারো
মান অভিমান ভাঙ্গতে পারো
একটু ভালোবাসতে পারো
আদর করে ডাকতে পারো
দিতে পারো ভালোবাসার প্রতিশ্রুতি।
হিংসা বিদ্বেষ ভুলতে পারো
নিয়মের জাল ছিঁড়তে পারো
চালু প্রথা ভাঙ্গতে পারো
শুরু তুমি করতে পারো
করতে পারো নতুন নিয়মরীতি।
একটু সময় করতে পারো
আমায় নিয়ে ঘুরতে পারো
আমার কথা ভাবতে পারো
মনের কোঠায় রাখতে পারো
করতে পারো প্রেমের সংগতি।
মনের কথা বলতে পারো
দিধাদ্বন্দ্ব ছাড়তে পারো
আপন করে নিতে পারো
মিলনের গান গাইতে পারো
করতে পার আজীবনের সাথী।