কবিতায় পদ্মা-যমুনা তে নিতাই চন্দ্র দাস

খোকার ভাবনা
খোকা মাঠের পাশে বসি
ভাবছে একা মনে,
নীল আকাশে কালো মেঘ
ছুটছে কার পানে।
আকাশে কে গুড়ুম গুড়ুম
বাজনা বাজায় গিয়ে,
কোন সেই রাজার রাজপ্রাসাদে
রাজকন্যার বিয়ে।
আকাশ দেখি হাসি খুশি
আলো ঠিকরে পড়ে,
হঠাৎ কেন গুমরা আকাশ
বৃষ্টি হয়ে ঝরে।
দূর আকাশে কোন জন
আবির দেয় রাঙিয়ে,
মেঘের ফাঁকে আলো আঁধারে
রঙধনু দেয় টাঙিয়ে।
এমনি করে মাঠের পাশে
বসে থেকে একেলা,
আকাশ পানে তাকিয়ে থেকে
ভেবে খোকার যায় বেলা।