কবিতায় পদ্মা-যমুনা তে নিতাই চন্দ্র দাস

সুখ দুঃখ আপেক্ষিক
অল্পতে কেউ হতে পারে সুখি
বেশি পেয়েও কেউ হতে পারে দুখি।
সুখ দুঃখ হলো আপেক্ষিক বিষয়
যার মনেতে যে রকম সয়।
কোন বিষয়ে কেউ যদি হয় সুখি
সেই একই বিষয়ে অন্য জন দুখি।
কেউ সুখ পায় থেকে কুঁড়ে ঘরে
শান্তি থাকে যদি তার পরিবারে।
কেউ অট্টালিকায় থেকেও সুখি নয়
যদি তার মনেতে শান্তি না রয়।
ধন সম্পদ হলেই যে সুখি হবে
জোর দিয়ে কেহ নাহি কবে।
অল্পের মাঝে যে সুখ খুঁজে ফিরে
হয়তো সুখ পায় এইটাকে ঘিরে।
মানুষের আশার কোন সীমা নাই
যেখানে পৌঁছিলে থামিবে লড়াই।
যা হবার নয় ছুটিলে তার পানে
দুঃখ হয়ে ফিরিবে তার সন্নিধানে।
কেউ বলিবে আশা যদি বড় না হয়
তবে তার উন্নতি কেমন করে হয়।
কারো লক্ষ্য যদি থাকে বহু দূরে
সেই আশা পূরন হবে কেমন করে।
কেউ যদি মরিচীকার পিছু ছোটে
সেই আশা পূরণ হবে না মোটে।
অপ্রাপ্তির বেদনার আগুনে পুড়ে
সুখ ডুবে যাবে দুঃখের সাগরে।
যে আশা পূরণ হতে পারে
সেই দিকেই ছোটা উচিত ধীরেধীরে।