কবিতায় নৃপেন চক্রবর্তী

কথা নেই
কথা নেই।
ভাষা নেই।
সব কথা শেষ হয়ে গেছে,
ইশারাও হারিয়েছে চোখ।
পরিচিত কোলাহল ছেড়ে
সে এখন অন্য এক নক্ষত্রের দিকে।
সব পড়ে রইলো।
পড়ে রইলো সব।
প্রিয় মুখ, নীল স্বপ্ন
উৎকণ্ঠিত অপেক্ষার অনিমেষ চোখ।
নিঃশব্দে নেমে আসছে ছায়া….
যাদের ফিরে আসার কথা ছিলো
তারাও সন্ধ্যা ছায়া মেখে
পৌঁছে গেছে ঘরে।
অথচ–
সেই চলে যাচ্ছে…..
অন্য এক নক্ষত্রের দিকে।
কথা নেই ।
ভাষা নেই ।
ইশারাও হারিয়েছে চোখ,
সব কথা শেষ হয়ে গেছে।