দিব্যি কাব্যিতে নবনীতা চট্টোপাধ্যায়

জলছবি

পথের দুপাশে বৃক্ষ হয়ে দাঁড়িয়ে থাকি|
হারানো পথিকেরা কেউ কেউ ফিরে আসে|
আমাদের ছেড়ে আসা পুরানো পাড়ার
পুকুরের জলে এখনো খেলা করে হাঁসেরা|
রাত হয়ে গেলে ঘাটের ওপার থেকে ডাক
ভেসে আসে ‘আ চই.. চই… চই… |
রাত হয়ে আসে… টুপটুপ ঝরে ঘুম
সুখী মানুষের বোধ ও চেতনায়|
বড়পোলের উপর থেকে ঝুঁকে পড়ে
খালের জল দেখে একা মানুষ|

অন্ধকারে নিজেই ভেঙে ভেঙে যায় জল…

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।