T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় নবগোপাল চৌধুরী

সবুজ অবুঝে ঢাকা

বাতাস সহনশীল প্রেমে চঞ্চল
আকাশ বাড়িয়ে হাত ডাকে উদ্ভিদ ,
জল তো সচল- ধারা বেয়ে নামে ঢল
মাটি খাঁটি ঘাঁটি গেড়ে অপূর্ণ জিদ ।

শূন্যতা ক্রমাগত পূর্ণতার খোঁজে
বিকৃত সমাজ নীতি বিভেদে ভিন্ন ,
নির্মাণ দৃশ্যজ্ঞান অকাট্য নয় বোঝে
আন্তরিকতাহীন প্রতিদিন হারায় চিহ্ন।

নদীকে ডিঙোতে গড়া অনায়াস সেতু
দেশ ও আবেশ স্বার্থে উপার্জন বেশ ,
জঘন্য নগণ্য নগ্ন ভাগাভাগি হেতু
অনাবৃষ্টি অনাসৃষ্টি সঞ্চিত করে ক্লেশ ।

বঞ্চিত অন্তরেই বৃদ্ধি মৌন দহন
প্রকৃতি আর্তনাদে ওঠে ঘূর্ণি ঝড় ,
জ্ঞানীর বিলাপে ঢাকা অদৃশ্য গ্রহণ
প্রতীক্ষা প্রচ্ছদে আঁকা বড় ভয়ঙ্কর ।

জগত সৃষ্টি করা ফুল- ফল অরণ্য রাজি
সভ্যতার অভিশাপে সদা ছেদন তৎপর ,
নিয়ন্ত্রণ আলোতে যত রম্য উত্তীর্ণ সাজি
অবুঝ সবুজাকীর্ণ বিদীর্ণ কাঁদেন ঈশ্বর ।

প্রকাশ্য দিবালোকে জ্ঞানীদের এই অধোগতি
সারাটা বিশ্ব জুড়ে যুদ্ধ ও বোমা বর্ষণ
প্রাণীদের হাহাকারে অযাচিত এ কী পরিণতি
মানবিক রুচি লোপে, অন্ত কি খুন- ধর্ষণ ??

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।