সাতে পাঁচে কবিতায় নবনীতা চট্টোপাধ্যায়

১| নিজস্ব ভাষায়
ভারী পাথরের অস্ত্র হাতে শ্বাপদসংকুল অরণ্যে
ছুটেছিল যে আদিম মানুষেরা তাদের
সবার ভাষা কি একটাই ছিল?
যেভাবে এখনো জীবজন্তুর ভাষা…
শিশুর ভাষা… আকাশের ভাষা.. রবীন্দ্রনাথের ভাষা..
আজো কোনো কাঁটাতার মানেনি|
রাত গভীর হলে গাছেরা
ফিসফিস করে এইসব কথা
বলে যায় নিজস্ব ভাষায়… |
২| নি:শ্বাস নিতে কষ্ট হতো
শিরায় শিরায় রক্তের সাথে বইছে যে ভাষা
সেই ভাষা তরঙ্গের কাছে মাথা নত করি|
ভাষা না থাকলে নি:শ্বাস নিতে কষ্ট হতো|