কবিতায় নীতা চক্রবর্তী

ম্যাজিশিয়ান

কবি অংশুমান করের সেই কবিতাটা মনে আছে ?
‘ বর্ষা আসলে এক ম্যাজিক ‘
তা এই কবিতাটা সেদিন মেঘা তার ছোট্ট মেয়ে রিমঝিম কে পড়ে শোনাচ্ছিল।
মেয়ের মনে কৌতূহল , ” মা, বর্ষা কি মানুষ যে ম্যাজিক জানবে? ”
— ” জানে বৈকি, বর্ষা তো আসলেই ম্যাজিশিয়ান ”

ছোট্ট রিমঝিমের বায়না,
– ” তাহলে বর্ষা কে বলো আমায় ম্যাজিক দেখাতে ”
– ” বেশ, আমি বর্ষাকে বলে দেবো সে যেনো তোকে একদিন ম্যাজিক দেখায়,কেমন?? ”
আজ দুপুর থেকেই একনাগাড়ে বৃষ্টি পড়ছে ,থামার কোন লক্ষ্মণই নেই ।
মেয়েটাকে বৃষ্টি মাথায় নিয়েই স্কুল থেকে ফিরতে হল। কিন্তু বাড়ি ফিরে মাকে কোথাও খুঁজে পায়না। খুঁজতে খুঁজতে রিমঝিম ছাদে উঠে আসে।
” ওমা একি কাণ্ড !!! ছাদে কতো জল জমেছে ! এটা ছাদ না পুকুর ??? কী মজা !!!”

আর মেঘা? সে ততক্ষনে পৌঁছে গেছে তার ছোটবেলার বৃষ্টিভেজা দুপুরে —
মনে পড়ছে দুপুর বেলায় এমন আকাশ – ধোয়া বৃষ্টি নামলে মেঘারা ভাই – বোনে মিলে মাকে লুকিয়ে টুক করে গিয়ে ছাদের নালিটায় ন্যাকড়া গুঁজে দিয়ে আসতো,আর জল একটু জমতেই ছাদ – পুকুরে সেকি মজা !!!
হুঁশ ফিরলো মেয়ের ডাকে,
তারপর ???
মেয়ে আর তার ছোট্ট মা, মিলে রিমঝিম দের ছাদ – পুকুরে রঙিন কাগজের নৌকা ভাসিয়ে দিল —
রাতে ঘুমোতে যাওয়ার আগে রিমঝিম তার মায়ের গলা জড়িয়ে জানতে চায় ,
” মা বর্ষা কি আজ তোমায় ম্যাজিক করে আমার মতো ছোটো করে দিয়েছিল ? “

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।