T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় নবনীতা চট্টোপাধ্যায়

নতজানু অন্ধকার

এইসব গল্পের ভিতর দিয়ে
আস্তে আস্তে নিভে আসে আলো|
অন্ধকারে নিশ্চুপ, নিস্পন্দ শুয়ে
অন্য এক নতুন অন্ধকার…
বিকেল নেমে এলে নিজের
কাছে ফিরে যায় মানুষ|
মাঝখানে ঝুলে থাকে দড়ির ব্রিজ|

ঈশ্বরের সৃষ্ট রাত পোহালে
শুরু মানুষের গড়া অন্ধকার|
দড়ির উপর ব্যালান্স রেখে রেখে
পরস্পরকে স্পর্শ করে আত্মারা|
বৃষ্টি নামে, হু হু অন্ধকারে
ঝাপসানো বৃষ্টির জল মেখে
বৃক্ষেরা দেখে কিভাবে অন্ধকার
নতজানু হয়ে বসে থাকে
একফোঁটা আলোর মোহ মেখে|

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।