ঝড় টা থামলো অবশেষে
তবে আবারো নাড়িয়ে দিয়ে গেলো,
গোড়ার মাটি কি ঝুর ঝুরে হয়ে যাচ্ছে?
প্রতিবারের মত এবারো, বেশ ফুর ফুরে লাগছে
কেন যে ঝড় আসে বা অপেক্ষায় থাকি একটা কালবোশেখের,
কে জানে ?
এবার অনেক সবুজ পাতা জন্মাবে
বসন্তে বোধ হয় তির তিরে হাওয়ায় দুলবে কচি পাতারা,
ঝড় কি সত্যি থামবে আর…?
হা আমার ঈশ্বরী,
তুই কি একচোখা মানুষ
বুঝিস না গাছেদের বেঁচে থাকাটা খুব জরুরী,
অনেক টা কৃষকের মত…..
চাষারা ও ঝড় ভয় পায়…বচ্ছরকারের, আমার মতই।