|| নারীতে শুরু নারীতে শেষ || বিশেষ সংখ্যায় নারায়ণ ভৌমিক

নারী তুমি

নারী তুমি….” পিথাগোরাস ”
নারী তুমি…. কেশব নাগের জটিল পাটিগণিত
নারী তুমি…. রহস্য-রোমাঞ্চ,শরীরী প্ররোচনায়।

নারী তুমি…. ষোলকলা
নারী তুমি…. শঙ্খীনি, হস্তিনী
নারী তুমি…. বিভাজিকা
নারী তুমি…. সংযমের অসংযম।

নারী পুরাণ এঁকেছে তোমার বহুগামী রূপ
কখন ও পান্ডব জননী,
কখন ও পাঞ্চালী বা রাধিকা,
নারী জীবন জুড়ে তোমার আগুনপরীক্ষা…বারংবার।

নারী তুমি শক্তি
নারী তুমি ভক্তি
নারী তুমি প্রেরণা
নারী তুমি অভিমানী
নারী তুমি সৃজনী
নারী তুমি মহীয়সী।

নারী তুমি ই ‘ নাড়ী ‘
নতুন সূর্যের।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।