কবিতায় নীলাঞ্জনা মল্লিক

মেঘকবিতা

তোমার আঁধারমেঘের কাব্যের মধ্যে
ভরে রাখা যায় মস্ত একটা বিকেলবারান্দা-
যেখান থেকে দেখতে পাই প্রেম,দূরত্ব, অভিমানের
নীলরঙা ক্যানভাস,
আর তোমার টিশার্ট পরিহিত আকাশটা।
মাঝে মাঝে তোমার রৌদ্রোজ্জ্বল আনন্দগান
অগ্নিচুল্লি হয়ে দগ্ধ করে দেয়
আমার না-পাঠানো চিঠির অক্ষরগুলোকে।
আমার সাবেকি অনুরাগ হার মানে-
তোমাকে জাপটে ধরে থাকা
সুগন্ধি উষ্ণতার কাছে।
ঠিক তখনই, সেই মেঘকবিতায় বৃষ্টি নেমে
প্লাবিত হয় একাকী বারান্দা;
বিধ্বংসী জলোচ্ছ্বাসে ভাঙে জানলা।
পর্দাঘেরা অন্ধকারে
কয়েকলাইন দিদৃক্ষা স্পষ্ট হয়ে ওঠে,
আর আমি – চোখ বন্ধ করি।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।