সাতে পাঁচে কবিতায় নুরে আরুশি
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
প্রিয় স্তন ও যোনি,
ছোটবেলা তোদেরকে আগলে রাখা হয়নি,ভালোবাসা হয়নি,আদর করা হয়নি।
হাত পা আঙুলের মতো তোরাও বড়ো হয়েছিস,মানুষ হয়েছিস আর হয়েছিস লোভনীয়।
ইচ্ছেও জাগিনি তোদেরকে মেলে দেখার,তোদের ঘরে হামলা করার।
তারপর যত্ন নিয়েছি যেমন আমার পোষা বিড়ালটার সকাল বিকাল নিই,
পেয়ারা গাছে জল দিই।
দাবার রানী যেমন রাজাকে রক্ষা করে,
ক্ষয় করেছিস গায়ে মাখা কত সাবান।
তোদেরকে লুকিয়ে রেখেছি,সামলে রেখেছি রজস্রাবের দিনগুলোতে ন্যাপকিনগুলোকে যেভাবে রাখি।
প্রিয় স্তন যোনি,
তোরা আজ দেহটাকে মূল্যবান সম্পদ করেছিস,
দিন দিন তোরা যেন অনিচ্ছাকৃত চরম শত্রু হয়ে উঠেছিস।
দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি।
রাস্তার ভাদ্রমাসের কুকুররা ছিঁড়ে খেতে চায়।
মেরে ফেলতে চায় তোদেরকে,
কোনো এক নির্জন রাতের জঙ্গলে ছুঁড়ে ফেলবে তোদের তিনজনকে।
মেরে ফেলবে।
কি রে কাঁদছিস! তোরা কাঁদছিস!