কবিতায় পদ্মা-যমুনা তে নয়ন

একাকিত্ব
আমার চার দেয়ালের মাঝের আমি,
একাকীত্বের নগরীর লাস্যময়ী,
রাতের আধারের ভূবনজয়ী
বিবাগী এই আমি।
সুদূরে মিলিয়ে যাওয়া
চড়াই উৎরাই পাড়ি দেয়া
ক্লান্তির অবসাদে জড়ানো এই আমি ।
মন থেকে রঙগুলো বিলীন হয়ে
বিবর্ণ এক আমার আমি ।
বুঝিনি কতটা আলোক রশ্মি
দু’চোখে বিষের আড়ালে
দূত্যি হয়ে জ্বলে ছিলো,
বুঝিওনি কতটা বুক ভরা আশায়
এতটা পথ পাড়ি দিয়ে
পিছনে ফিরে দেখি
শুধু আমার আমি দাড়িয়ে!
আমার এই একাকীত্বের রাজত্বে
এসে দেখে যাও বিবর্ণ এই আমাকে…
কতটা নির্লিপ্ত হাহাকারের আগুনে
পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি !
কতটা জ্বলন্ত ম্যাগমার মতন জ্বলে পুড়ে
লাভায় রূপান্তরিত হয়েছি !
ছুয়ে দেখবে কি আমায় ?
দেখবে কি ??