কবিতায় পদ্মা-যমুনা তে নয়ন

লুকোনো সুখ
অতল গহ্বরে তলিয়ে যাওয়া
নিশীথে নির্জনে এই আমি..
হাতরে বেড়াই নিজের লুকোনো সুখ গুলোকে।
নিদারুণ যন্ত্রণা গুলো ফুটে উঠে
দু’চোখের কোণে নোনা জলের ফোঁটায় ফোঁটায়,
ছুঁয়ে দেখি, মুছে দেখি…
আছে শুধু নির্লিপ্ত হাহাকার,
মিথ্যের বালুচরে দিনের আলোয়
আমারই আবির মাখানো মুখছবির আবির্ভাব,
ভূবন ভোলানো হাসিতে
চারিদিকে আমারই যে আনন্দ উল্লাস,
দু’চোখের চাহনিতে সীমাহীন উচ্ছাস,
দিক বিদিক শূন্যে উড়ে বেড়ানো আমার এই মন।
আর দিনের শেষে… !
আঁধারের সাথে সাথে পাল্লা দিয়ে হেরে যাওয়া এই আমি!
বড্ড বেশি বেহিসেবী অচেনা এই আমার আমি !
নিজেকে প্রতিনিয়ত ঠকিয়ে দেয়া এই আমার আমি !!