মেহেফিল -এ- শায়র এম উমর ফারুক (নির্বাচিত কবিতা)
জন্মান্তরের বন্ধন
বুকের গহীনে তোলপাড় ঢেউ
পাড় ভাঙার করুণ সুর বাজে
গভীর শূন্যতায় দু’চোখে বর্ষা নামে।
অন্তরের তার ছেঁড়া সেতার
বাজবে না আর পুরনো সুরে।
জন্মান্তরের বন্ধন ছিন্ন করে চলে গেলে
তোমার নিঃশ্বাস এখনো স্পর্শ করে আমার সমস্ত অনুভূতি,
হদয়ের আঙিনাজুড়ে তোমার পায়ের চিহ্ন,
এখনো চাঁদ ওঠে, সূর্য ওঠে, নদী বহে কলতান
স্মৃতিরা তুফান তুলে মনের আঙিনায়।
মরীচিকা খেলা করে অন্ধকার ঘরে
নেই শুধু আমরা একই পথে ।
চাঁদহীন পূর্ণিমা অশুভ হাতছানি
বিষণ্ন রাত দীর্ঘ থেকে দীর্ঘ হয়,
ঘুমহীন চোখ একাকী জেগে থাকে।